Wellcome to National Portal
Main Comtent Skiped

ভিশন ও মিশন

পিটিআই এর রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলী

 

১.১ রূপকল্প (Vision)

 

ব্রাহ্মণবাড়িয়া পিটিআইএর ক্যাচমেন্ট এলাকার সকল শিশুর জন্য সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক  শিক্ষা।

 

১.২ অভিলক্ষ (Mission)

 

প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে সকল শিশুর জন্য সমতাভিত্তক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ।

 

 

.৩ কৌশলগত উদ্দেশ্য (Strategic Objectives):

 

     ১.৩.১ পিটিআই এর কৌশলগত উদ্দেশ্যসমূহ

  1. সার্বজনীন ও বৈষম্যহীন প্রাথমিক শিক্ষা সস্প্রসারণ;
  2. মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ;
  3. শিক্ষকমান পুরোপুরি অর্জনের মাধ্যমে পেশাগত যোগত্য সম্পন্ন শিক্ষক তৈরি।

    

১.৩.২ আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ

  1. দক্ষতার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন নিশ্চিত;
  2. দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন;
  3. কার্যপদ্ধতি ও সেবার মানোন্নয়ন;
  4. কর্ম পরিবেশ উন্নয়ন।

 

.৪ কার্যাবলি (Functions) :

 

  1. প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন;
  2. প্রাথমিক শিক্ষাস্তরের শিক্ষাক্রম পরিমার্জনে সহায়তাকরণ;
  3. প্রাথমিক শিক্ষা সংক্রান্ত গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে নেতৃত্ব প্রদান;
  4. কাঙ্খিত শিখনফল অর্জন।