সূচনা বক্তব্য: সভ্যতার ক্রমবিকাশের মূলে রয়েছে শিক্ষা আর শিক্ষার মূলে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সুনাগরিক সৃষ্টিতে এবং সমাজের প্রগতিশীলতা বিকাশের ক্ষেত্রে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষা ব্যক্তি জীবনকে সমৃদ্ধ করে জাতীর উন্নয়নের পথকে সুগম করে। তাই শিক্ষা হচ্ছে জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও গুনগত মান বৃদ্ধির জন্য প্রাইমারি টিসার্স ট্রেনিং ইনস্টিটিউট,ব্রাহ্মণবাড়িয়া একটি প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে জানুয়ারী থেকে জুলাই দের বছর মেয়াদী ২০০ জন প্রশিক্ষণার্থীর ডিপিএড প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
অফিস পরিচিতি : প্রাইমারি টিসার্স ট্রেনিং ইনস্টিটিউট, উত্তর মৌড়াইল, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
দপ্তর প্রধানের পদবী : সুপারিনটেনডেন্ট।
অফিসের কার্যক্রম : কর্মকর্তা/কর্মচারীদের বেতন/ভাতাদি,ছুটি,পিআরএল, আনুতোষিক ও প্রশিক্ষণার্থীদের
বেতন/ভাতাদি,ছুটি সহ বিধি মোতাবেক সব ধরনের পাওনা সুবিধা দেওয়া হয়।
আওতাধীন অফিস সমূহ:৯টি উপজেলা রিসোর্স সেন্টার রয়ছে যথাক্রমে, সদর,সরাইল,নবীনগর,কসবা,
আখাউড়া,নাসিরনগর,বাঞ্ছারামপুর, আশুগঞ্জ, বিজয়নগর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS